রবিবার, জুলাই ২৭

বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি বাজারে কয়েক শতাধিক গ্রামবাসীর উপস্থিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমল থেকে পাশ্ববর্তী সদর উপজেলার সারটিয়া গ্রামের শফিকুল, জুয়েল, আমিরুল, কায়েস, কালামসহ আরো কয়েকজন দুষ্কৃতিকারী ব্যক্তি সন্ত্রাসী কায়দায় রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর বিভিন্ন সময় জুলুম, অত্যাচার, নির্যাতন ও ক্ষমতা অপব্যবহার করে হাট বাজারে চাঁদাবাজি করে আসছিল। সেই সময় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পেতো না।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরেও থেমে থাকেনি তাদের ওই সব অবৈধ কর্মকাণ্ড। তারা আগের মতই আধিপত্য বিস্তার করে নিরহ গ্রামবাসীকে ভয়ভীতি দেখিয়ে হাটবাজারে চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ড করে আসছে। এরই প্রতিবাদে গত ৮ ডিসেম্বর রবিবার রান্ধুনীবাড়ি গ্রামের বাসিন্দা নাজমুলসহ আরো কয়েকজন গ্রামবাসী তাদের ওই সব অপকর্মের বাঁধা দিলে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা চালিয়ে আহত করে তারা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, যারা এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার না করা হলে গ্রামবাসীর পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সালাম, স্থানীয় বাসিন্দা সাকের হোসেন, হাজী মোহাম্মদ, শরীফুল ইসলাম, আরিফুল ইসলাম, নাজমুলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *