
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||
সিরাজগঞ্জের বেলকুচিতে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর “কেমন হবে আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সংগঠনটির বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলকুচি উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব হাসমত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মমিন ফয়সাল ও সদস্য সচিব ইউসুব আলী, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, ইসলামী আন্দোলন বেলকুচি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ রেজাউল করিম, ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অর্ণব হাসান, UNHCR বাংলাদেশ-এর নিযুক্ত প্রতিনিধি মেহেদী হাসান শিশির, ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সরকার আবির, ইসলামী ছাত্র শিবির বেলকুচি পৌর শাখার ডাঃ সেরাজুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এমআই মনি ও বেলকুচি পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল আমিন মাস্টার সঞ্চালিত অনুষ্ঠানে সংগঠনটির উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।