রবিবার, অক্টোবর ১২

বেলকুচিতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||

ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলা ও মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর শহরের সোহাগপুর সরকারি শ্যাম-কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ওলামা মাশায়েখ ও বেলকুচির সর্বস্তরের মুসলিম উম্মাহ পৃথক পৃথক ব্যানারে মিছিল নিয়ে স্কুল মাঠে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন রিপন। সঞ্চালনায় ছিলেন হাফেজ আবু মুসা।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সরকারি শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী, ছাত্রনেতা ইমন সরকার, ছাত্রনেতা রাশেদুল ইসলাম, মুক্তার প্রামাণিক সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে সমাবেশে বক্তারা বলেন, দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরা সন্ত্রাসী কায়দায় বিশ্বের মুসলমানদের উপর হামলা, নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে, এসব দেখে আমাদের রক্তক্ষরণ হচ্ছে।

বক্তারা বলেন, গাজায় শিশু, নারী ও পুরুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত হামলা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *