|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বেলকুচি উপজেলা যুব সংঘ ক্লাবের আয়োজনে স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় প্রথম দিনে অংশগ্রহণ করেন বগুড়া সদর ক্লাব ও এনায়েতপুর আলী একাডেমি।
বেলকুচি যুব সংঘ ক্লাবের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সগঠনের নেতাকর্মীসহ শতশত ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ।