
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের বিএনপির নেতা আমিরুল ইসলাম খাঁন (আলিম)। সোমবার দিনব্যাপী তিনি ইউনিয়নের মোট ১২টি পূজা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত সাধারণ পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন ও আয়োজকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, “দুর্গাপূজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মেম্বার, ইউপি সদস্য তুহিন মেম্বার, শাহ আলম মেম্বার ও নুরনবী মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সহ স্থানীয় বিএনপি,ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে আমিরুল ইসলাম খাঁন আলিম প্রমাণ করেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই হচ্ছে তাদের রাজনীতির মূল লক্ষ্য।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, আমিরুল ইসলাম খাঁনের এ পরিদর্শন তাদের অনুপ্রাণিত করেছে। তার মতামত ও দিকনির্দেশনা দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ১২টি পূজা মন্দিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।