বৃহস্পতিবার, নভেম্বর ১৩

বেলকুচিতে অনুষ্ঠিত হলো উপজেলা বিতর্ক উৎসব

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বেলকুচিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “বেলকুচি উপজেলা বিতর্ক উৎসব-২০২৫”-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা পরিষদের আয়োজনে এবং বেলকুচি বিতর্ক সংসদের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৫–২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন, ভেটেরিনারি সার্জন তানিয়া সরকার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং উপজেলা বুননের সভাপতি ইকবাল এইচ রিপন।

চূড়ান্ত পর্বে উত্তেজনাপূর্ণ বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় চ্যাম্পিয়ন দলকে ৫,০০০ টাকা এবং রানার্স-আপ দলকে ৩,০০০ টাকা প্রাইজমানি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সঠিকভাবে মত প্রকাশের সক্ষমতা বাড়ায়। বিতর্ক তরুণ প্রজন্মকে জ্ঞান, যুক্তি ও নৈতিকতার পথে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশে আরও অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *