বৃহস্পতিবার, অক্টোবর ১৬

বেরোবির সমাবর্তনের দিনই ঢাবির ভর্তি পরীক্ষা

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এদিকে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের আটটি বিভাগীয় কেন্দ্রের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ও (বেরোবি) একটি কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, আমরা বিষয়টি নিয়ে ঢাবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। বিষয়টি তাঁদের জানানো হবে, যাতে প্রয়োজনে তারিখ আগে বা পরে নেওয়া যায়। এছাড়া সমাবর্তনের অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। উনার সময়সূচি অনুযায়ী সমাবর্তনের নির্ধারিত তারিখও এক-দুই দিন আগে-পরে পরিবর্তন হতে পারে। তবে প্রস্তুতির কাজ নির্ধারিত তারিখ অর্থাৎ ২০ ডিসেম্বরকে সামনে রেখেই সম্পূর্ণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *