
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রাফিউল আজম খান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ শাখাওয়াত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব উমর ফারুক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ উল হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান, সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন, বিআইসিএম এর উপ-পরিচালক জনাব সুরুজ খান ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ তৌহিদুল ইসলাম প্রমূখ।
বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক জনাব ফাইমা আক্তার, প্রভাষক জনাব গৌরব রায় ও প্রভাষক জনাব মোঃ আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করে বিআইসিএম।