রবিবার, আগস্ট ২৪

বেরোবিতে শূন্য আসনে ভর্তি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

|| বেরোবি প্রতিনিধি ||

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯ টি ফাঁকা আসন পূরনের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, GST গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৯ টি শূন্য আসন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd) প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ তারিখ সকাল ১০.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত এবং ২৬ তারিখ সকাল ১০.০০টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত

‘এ’ ইউনিট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অফিস, ‘বি’ ইউনিট কবি হেয়াত মামুদ ভবনের ২ তলায় কলা অনুষদের ডিন অফিস এবং ‘সি’ ইউনিট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।

সাক্ষাতকারে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ২৭ আগস্ট, ২০২৫ তারিখ সন্ধ্যা ৬:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd/admission/undergraduate) প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইট এ চূড়ান্ত ভর্তির নির্দেশনা/গাইডলাইন অনুযায়ী ২৮ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সকল শিক্ষার্থী উল্লিখিত তারিখে স্ব-শরীরে উপস্থিত হতে পারবে না, সে সকল শিক্ষার্থী পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না।

এতে আরো জানানো হয়, সাক্ষাৎকারের সময় অবশ্যই পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, শিক্ষার্থীদের এনআইডি (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) কার্ডের মূল কপি ও এসএসসি ও এইচএসসি এর নম্বরপত্রের মূল কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *