রবিবার, জুলাই ২৭

বেরোবি’তে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মিল্টন-মাসুক

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সমন্বয়ে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের মিল্টন পুরকায়স্থ সভাপতি ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ সেশনের মাসুক আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সকালে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্বের কমিটির সভাপতি নাওসিফ নাইম ও সাধারণ সম্পাদক রত্না রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

এছাড়াও সহ-সভাপতি পদে বিলাস রন্জন শর্মা, প্রশান্ত দাশ, বিশাল নুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে, সুমন মিয়া, শুভ দাশ, সাংগঠনিক সম্পাদক পদে মো: আরিফুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আকরাম হোসেন, অসিত তালুকদার, কোষাধ্যক্ষ পদে মোঃ সজিব আহমেদ, সহ-কোষাধ্যক্ষ অহনা তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রশান্ত রাজভর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জারিফ খান, দপ্তর সম্পাদক পদে তামিম তালুকদার আলিফ ও সহ দপ্তর সম্পাদক শিপন গোয়ালা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্লাবন বিশ্বাস, শিক্ষাবিষয়ক সম্পাদক পদে তামিম মিয়া, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মধুমিতা চন্দ মৌ, ধর্ম বিষয়ক সম্পাদক সৌরভ ভট্টাচার্য, ও আইনুল মুন্না।

এছাড়াও কার্যকরী সদস্য চাদনী চৌধুরী, ফাবিহা খান, আসমিনা আক্তার, তানভীর আলী, জিল্লুর রহমান, সাকিবুল ইসলাম সাকিব, মিখন দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *