
|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||
বরগুনার বেতাগী উপজেলাধীন বিবিচিনি নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর সিনিয়র প্রভাষক জনাব মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০ টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বিবিচিনি নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
মরহুম মোশারফ হোসেন, এর আগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও দপ্তর সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।
উপজেলা কৃষক দলের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ আলোকিত দৈনিককে জানিয়েছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির জন্য নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি পরিবার শোকাহত।