সোমবার, আগস্ট ১৮

বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||

বরগুনা জেলার বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরন কর্মসূচি ও আলোচনা সভা।

“মা মাছ ধ্বংস করবো না, করতেও দেবো না” – এই হোক আমাদের অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টায় আবারো দেশি মাছে ভরে উঠুক আমাদের খাল-বিল ও নদী-নালা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উপজেলা পরিষদের সামনে বর্নাঢ্য র‍্যালি এবং উপজলো পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরন অনুষ্ঠান পালিত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তুরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *