রবিবার, আগস্ট ২৪

বেতাগীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরীন সুলতানা আর নেই

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||

বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন হাইস্কুল রোড নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সুবিদখালি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মিলন ও কাউনিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক নূরুজ্জামান লিটনের মমতাময়ী মা শিরীন সুলতানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৮ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির মল্লিক ও সদস্য সচিব জনাব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ শাহিন, প্রভাষক মামুন পারভেজ আসাদ, উপজেলা কৃষক দলের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ। একইসাথে তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াত নেতা ডাঃ সুলতান আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *