
|| নিজস্ব প্রতিবেদক ||
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থাতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান ও মহাসচিব মো. নুরুল হুদা। আজ রবিবার (৩০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এই দোয়া কামনা করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সমকালীন রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। তিনবারের প্রধানমন্ত্রী, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং গণতান্ত্রিক ধারার অন্যতম নেতৃত্ব হিসেবে তিনি বহু উত্থান–পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা জটিল হওয়ায় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি এখন আর রাজনৈতিক সীমারেখায় আটকে নেই; বরং একজন বর্ষীয়ান নাগরিক ও জাতীয় পর্যায়ের নেত্রীর সুস্থতা কামনা করে দেশবাসী এক মানসিক ঐক্যে আবদ্ধ হয়েছে।
তারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা সাম্প্রতিক বছরগুলোতে বারবার আলোচনায় এসেছে। বয়সজনিত নানা জটিলতা, দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজনীয়তা তাকে প্রায়ই হাসপাতালে থাকতে বাধ্য করেছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা, সঠিক পরিচর্যা এবং মানসিক স্বস্তি তাঁর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে শুধু রাজনৈতিক কর্মীরা নয়, সাধারণ মানুষও তাঁর দ্রুত আরোগ্যের আকাঙ্ক্ষা প্রকাশ করছে।
নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বিভিন্ন মতাদর্শ, দলীয় প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্নমতের সমন্বয়ে গঠিত হলেও একজন অসুস্থ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের প্রশ্নে সকলেই প্রায় অভিন্ন অবস্থানে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছে। অনেকে ব্যক্তিগত প্রার্থনা, অনেকে সামাজিক আয়োজনে দোয়া মাহফিলের মাধ্যমে সুস্থতা কামনা করছেন। এ ধরনের মানবিক প্রতিক্রিয়া আমাদের সমাজে সহমর্মিতা ও মানবতার শক্তিশালী অবস্থানকে ফুটিয়ে তোলে।
নেতৃদ্বয় আরো বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদের সুস্থতা শুধু তাঁর পরিবার বা দলের জন্যই গুরুত্বপূর্ণ নয়; বরং দেশের রাজনৈতিক পরিমণ্ডলের স্থিতিশীলতার সঙ্গেও সম্পৃক্ত। যেকোনো বড় নেতার অসুস্থতা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে, আবার অনেক সময় মানবিক বিবেচনা নতুন সংলাপ, বোঝাপড়া এবং সহনশীলতারও দ্বার খুলে দেয়। বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর শুভকামনা এই মানবিকতারই প্রতিফলন, যা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়ের কথা বলে।
সর্বোপরি, দেশবাসীর একটি অভিন্ন প্রার্থনা—বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মানুষ সুস্থতার আশায় থাকে, আর সুস্থতা কামনায় একত্রিত হওয়া জাতির মানবিক শক্তিকে আরও সুদৃঢ় করে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর এই শুভকামনা আমাদের সমাজের সৌহার্দ্য, সহানুভূতি ও ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
