
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী ছিলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন সংগ্রামে তাঁর অবদান এ দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ ও দেশপ্রেমিক অভিভাবককে হারালো।”
নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, “আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবার ও দলের কর্মীদেরকে এই শোক সইবার শক্তি দান করেন।”
বিবৃতিতে দলটির কেন্দ্রীয় আমীরসহ নেতৃবৃন্দ দেশবাসীকে মরহুমার জন্য দোয়া করারও আহ্বান জানান।
