শুক্রবার, অক্টোবর ১০

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল

|| বেরোবি প্রতিনিধি ||

ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, আমরা আমাদের তিন দফা যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এরই ধারাবাহিকতায় নেসকোতে স্মারকলিপি প্রদান করি। দুঃখজনকভাবে, স্মারকলিপি প্রদানের পর ডিপ্লোমা সিন্ডিকেট আমাদের সহযোদ্ধা রোকন ভাইকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং IDEB কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রোকন ভাই কোনোভাবেই মব ক্রিয়েট করেননি। বরং এক শ্রেণির ডিপ্লোমা সিন্ডিকেট নিজেরাই মব তৈরি করে কোটাকে বাস্তবায়নের চেষ্টা করছে। আমাদের অবস্থান স্পষ্ট—২৪ পরবর্তী সময় আমরা কোনো কোটা ব্যবস্থা কিংবা বৈষম্যের স্থান দেখতে চাই না। আমরা দাবি জানাই, অবিলম্বে আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে এবং ঢাকায় যে পুলিশি হামলা হয়েছে তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে।

আরেক শিক্ষার্থী মামুন বলেন, আজকে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীরা পুলিশি হামলার শিকার হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই মশাল মিছিলের মাধ্যমে জানাতে চাই—আমরা সর্বদা কোটার বিরুদ্ধে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

অন্যদিকে রিফাত রাফি বলেন, আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানিয়ে আসছি। প্রকৌশলীরা তিন দফা দাবি বাস্তবায়নে মাঠে ছিল। কিন্তু আজ ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর অতর্কিত পুলিশি হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি অতি শীঘ্রই বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা মাঠে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *