শুক্রবার, জানুয়ারি ২৩

বুয়েটের আন্তর্জাতিক সম্মেলনে সেশন চেয়ারের দায়িত্বে ইউআইটিএস উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বিজ্ঞান অনুষদ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফ্রন্টিয়ারস ইন সায়েন্স: ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর গ্রিনার ইন্ডাস্ট্রি’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘প্লেনারী লেকচার সেশন’-এ চেয়ারের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেশনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।

উক্ত সেশনে মূল প্রবন্ধ (Keynote Speech) উপস্থাপন করেন দেশবরেণ্য পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম। তিনি ‘Building an Ecosystem in the Country in Which Science Education and Research may Thrive’ শীর্ষক বিষয়ের ওপর বিস্তারিত আলোকপাত করেন।

পরিবেশবান্ধব শিল্পায়ন এবং বিজ্ঞানের আধুনিক উদ্ভাবন নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ প্রযুক্তির ভূমিকা ও দেশে মানসম্মত বিজ্ঞান শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী গবেষক ও প্রযুক্তিবিদরা গ্রিনার ইন্ডাস্ট্রির সম্ভাবনা ও চ্যলেঞ্জগুলো নিয়ে নিজেদের মতামত বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *