বৃহস্পতিবার, নভেম্বর ২১

বিসিবির বোর্ড সভা আজ, কে পাবেন অধিনায়কত্ব?

|| স্পোর্টস ডেস্ক ||

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর নেতৃত্বেই চলমান দক্ষিণ আফ্রিকার সিরিজে খেলছে টাইগাররা। তবে সিরিজের মাঝপথেই বিসিবিকে শান্ত জানিয়েছেন, চলতি সিরিজের পর কোনো সংস্করণেই তিনি আর অধিনায়কত্ব করতে চান না। ব্যক্তিগত কারণের পাশাপাশি নিজের ব্যাটিংয়ে মনোযোগী হতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে শান্ত অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ার পর এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এ বিষয়টি চূড়ান্ত করতেই আজ বসছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলেই জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত দেশে ফেরা হয়নি তাঁর। দেশের মাঠের ক্রিকেটে এক প্রকার ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। এমন অবস্থায় জাতীয়ত দলে তাঁর ভবিষ্যত কি তা এক প্রকার অজানা।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে সাকিব থাকবেন কি না তাও এখনো অজানা। এ বিষয়েও আজ বিসিবির সভায় আলোচনা হবে বলেই জানা গেছে।

এদিকে চন্ডিকা হাথুরুসিংহের পর বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন ফিল সিমন্স। সিমন্সের কোচিং প্যানেলে সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিন যোগ দিতে পারেন এমন একটি গুঞ্জণ আছে। এ ব্যাপারেও আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

শেষ পর্যন্ত চলতি সিরিজের পর শান্ত যদি আর অধিনায়কত্ব না করেন তাহলে কে হবেন টাইগারদের পরবর্তী অধিনায়ক? তিন ফরম্যাটের জন্য কি একজনই অধিনায়ক থাকবেন নাকি ভিন্ন পথে হাঁটবে বোর্ড? এ বিষয়ে আলোচনায় আছে দুটি নাম। ধারণা করা হচ্ছে, ওয়ানডে ও টেস্টের অধিনায়কের দায়িত্ব দেয়া হতে পারে মেহেদী হাসান মিরাজকে, আর টি-টোয়েন্টির দায়িত্ব নিতে পারেন তাওহীদ হৃদয়। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *