
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
বুধবার (২১ আগস্ট) তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।
এর আগে বিসিবি’র সভাপতির পদ থেকে আজ পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন।
৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পাপনসহ বিসিবির পরিচালকদের পদত্যাগ নিয়ে আন্দোলন হয়েছে। কদিন আগেই জানা গিয়েছিল বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন পাপন। এদিকে বিসিবি পুনর্গঠন ইস্যু নিয়েই কদিন ধরেই চলছিল আলোচনা। আজ ডাকা হয়েছিল বিসিবির জরুরী সভা।
আজকের সভায় এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। এরপর পরিচালকদের ভোটে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।