
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং আন্তর্জাতিক সংস্থা সাইটসেভারস ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন-এর সহযোগিতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ। সকাল ১০টায় পদযাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী।
এছাড়া বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম, ট্রেজারার হারুন আর রশিদ, ম্যানেজিং ট্রাস্টি ডা. মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোস্তফা কামাল, সাইটসেভারসের বনফুল চুমকি ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের আমিনুর রহমান প্রমুখ।
বক্তারা চোখের স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং সবাইকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের আহ্বান জানান। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত বিনামূল্যের ক্যাম্পে তিন শতাধিক মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের এ উদ্যোগ খুলনা অঞ্চলে দৃষ্টিসেবা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।