বিশ্বাস শুধু এক আল্লাহর
-কবি আনোয়ার হোসেন
আমি এক আল্লাহর উপর করেছি ভর,
এক আল্লাহ্ ছাড়া আমার নেই কোন ডর।
আমার গায়ে যতই লাগুক প্রবল ঘূর্ণিঝড়,
এলোমেলো বাতাসে ভেঙে যাক মোর ঘর।
আমি এক আল্লাহর উপর করেছি নির্ভর,
আল্লাহর ভয় ছাড়া আমি কাপিনা থরথর।
আমি মুসলিম ওরে আমি মুসলিম ঈমানদার,
অন্যায়ের বিরুদ্ধে আমি জেগে উঠি দুর্বার।
আমি সত্যের পথে চলি সত্যকে করি সমাদর,
ওরে আমি মুসলিম বিশ্বাস শুধু এক আল্লাহর।