বৃহস্পতিবার, অক্টোবর ৯

‘শিক্ষক স্বল্পতা দূর করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি’— ইউজিসি চেয়ারম্যান

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শূন্যপদ দ্রুত মঞ্জুরের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দুইদিনব্যাপী নবীনবরণের প্রথম দিনের প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালগুলোতে এত শিক্ষক স্বল্পতা! কিছুদিনের মধ্যে আমারা একটি মিটিং করে সেখানে খালি পদগুলো মঞ্জুর করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবো। ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু করতে পারি আমি করবো। এই পরিকল্পনা নিয়ে আমরা একটা টিম কাজ করছি।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

নবীনদের উদ্দ্যেশ্যে ড. ফায়েজ বলেন, ২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র গুম হয়েছে। এটা ছিল গত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতা। আমরা দেশকে মুক্ত করতে পারিনি, পেরেছে সামনের বসা শিক্ষার্থীরা। সেজন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা জীবন বাজি রেখে আমাদের স্বাধীন করেছো।

এছাড়াও অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যপক ড. খন্দকার তৌহিদুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যপক ড. বাবলি সাবিনা আজহার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা সহ ৫টি অনুষদের ২২টি বিভাগের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *