শনিবার, জানুয়ারি ২৪

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড

|| স্পোর্টস ডেস্ক ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই বাদ পড়ল বাংলাদেশ। দীর্ঘ নাটকীয়তা ও দেন-দরবারের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রপাত গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ড পরিচালকদের এক ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে। সেখানে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা ও ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়টি। ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে টুর্নামেন্টে থাকতে হলে নির্ধারিত ভেন্যু ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল বেছে নেবে আইসিসি। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে। সময়সীমা পার হওয়ার দুই দিন পর আইসিসি আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায়।

আইসিসি সিইও সংযোগ গুপ্ত বোর্ড সদস্যদের কাছে লেখা এক চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশের দাবিগুলো আইসিসির বিদ্যমান নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে না চলায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

জানা গেছে, স্কটল্যান্ড এখন ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে লড়বে এবং গ্রুপের শেষ ম্যাচটি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে।

এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়েছিল। তবে ডিআরসি বিসিবির আপিল খারিজ করে দিয়ে আইসিসির সিদ্ধান্তই বহাল রাখে।

গতকাল শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করেন। এরই মধ্যে ক্রিকেট স্কটল্যান্ডকে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *