রবিবার, ডিসেম্বর ২১

বিপ্লবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তখনই সম্ভব যখন ব্যক্তি ও পরিবার থেকে বিপ্লব শুরু হবে_মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণমানুষের মুক্তির জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবই পারে এই দেশ ও জাতিকে ভারতসহ সকল আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে মুক্ত রাখতে। আর এই কাঙ্খিত বিপ্লব প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব নয়। সম্ভব কেবল ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে গণআন্দোলন ও গণ প্রতিরোধের মাধ্যমে তাগুতকে উচ্ছেদ করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। এজন্য প্রয়োজন সর্বপ্রথম ইসলামী বিপ্লবকে মনে প্রাণে বিশ্বাস করা, লালন করা, ধারণ করা।

তিনি আরও বলেন, ইসলামী আদর্শ অনুশীলনের মাধ্যমে ব্যক্তি ও পরিবারে বিপ্লব সংগঠিত করা, ব্যক্তি ও পরিবারকে আন্দোলিত করা। এর নজির স্থাপন করে গেলেন আমাদের সকলের তথা গোটা দেশবাসীর প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদী। শহীদ বিন হাদী ইসলামী বিপ্লবকে মনে প্রাণে ধারণ করে ছিলেন, বিশ্বাস করে ছিলেন। শহীদ হয়ে তাঁর প্রমাণ করে গেলেন এবং দেশবাসীকে শিক্ষা দিয়ে গেলেন বিপ্লবকে কিভাবে ধারণ করতে হয়। হাদী বিপ্লবের পক্ষে একটি ঝাঁকুনি দিয়ে গেলেন। তাইতো আজ গোটা দেশে বিপ্লবের ধ্বনি উচ্চারিত হচ্ছে শহীদ হাদীর আহবানে।

তিনি গত ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বাদ মাগরিব ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর এর কর্ম পরিষদের মাসিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিববুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন উত্তরের নায়েবে আমীর ও মজলিসে শূরা সদস্য মাওলানা মোঃ ওয়ালী উল্লাহ ফরাজী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:)-এর সাহেবজাদা, আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক। দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরের নায়েবে আমীর মাওলানা কবি মুহাম্মদ ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, ও ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু ত্ব-হা মুহাম্মাদ নুরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ ওমর ফারুক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ নজরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ইরফান উল্যাহ ভূঁইয়া প্রমুখ। বৈঠকে আগামী মাসের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। সর্বশেষ বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *