শনিবার, ডিসেম্বর ২৭

বিপিএলের অভিষেক ম্যাচেই চনমনে ঢাকা: রাজশাহীকে হারিয়ে উড়ন্ত সূচনা

|| স্পোর্টস ডেস্ক ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে দাপুটে জয়ে নিজেদের মিশন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি। টুর্নামেন্টের শুরুতেই এমন জয় ঢাকার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালসের স্পিন বিষে নীল হয় রাজশাহী। ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে বড় ধাক্কা দেন ইমাদ ওয়াসিম। দলীয় ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রাজশাহীর হয়ে লড়াই করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৭) ও মুশফিকুর রহিম (২৪)। শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ধৈর্যশীল ২৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানের পুঁজি পায় রাজশাহী। ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রানে ৩টি এবং নাসির হোসেন ২টি উইকেট শিকার করেন।

১৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে আব্দুল্লাহ আল মামুনের দায়িত্বশীল ৪৫ রান এবং উসমান খানের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে দলটি। অধিনায়ক মিঠুন ও নাসির হোসেন দ্রুত ফিরে গেলে ম্যাচটি বেশ জমে ওঠে। জয়ের জন্য যখন শেষ দিকে দ্রুত রানের প্রয়োজন, তখন ত্রাতা হয়ে আবির্ভূত হন সাব্বির রহমান ও শামীম হোসেন। সাব্বির মাত্র ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন এবং শামীম ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। এই জুটির ১৮ বলে অবিচ্ছিন্ন ৩৬ রানের ওপর ভর করে অনায়াসেই জয় নিশ্চিত করে ঢাকা।

রাজশাহীর বোলারদের মধ্যে মোহাম্মদ নওয়াজ ২১ রান দিয়ে ৩টি উইকেট নিলেও তা দলের পরাজয় ঠেকাতে যথেষ্ট ছিল না। এই জয়ের ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের আত্মবিশ্বাসী অবস্থানে উঠে এল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে, অল্প পুঁজি নিয়েও লড়াই করার মানসিকতা দেখালেও শেষ হাসি হাসতে পারেনি রাজশাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *