
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)-এর নির্বাহী কমিটির নির্বাচনের (২০২৫-২০২৭) ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) এসোসিয়েশনটির নির্বাচন বোর্ড কার্যালয় থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচনে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আফরোজা খান রিতাকে পরাজিত করে শেখ মুহিউদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হন।
নির্বাচন বোর্ড সভাপতি ডাঃ মোঃ মঈনুল আহসানসহ আরো দুই সদস্যের স্বাক্ষরিত ফলাফলে উক্ত কমিটির ২১ সদস্য বিশিষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে।
এসোসিয়েশনটির এই নির্বাচিত নতুন নির্বাহী কমিটি ২০২৫-২০২৭ সেশনের জন্য দায়িত্ব পালন করবেন।