বুধবার, ডিসেম্বর ৩

বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণেই টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন সম্ভব: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে। বুধবার সকালে জোড়াগেট সিএন্ডবি কলোনী মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য— “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।”

প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও পুষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক পশু-পাখি লালন-পালন কৌশল সম্পর্কে খামারিদের প্রশিক্ষণ প্রদান জরুরি। ক্ষুদ্র খামারিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারলেই জনগণের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ বি এম জাকির হোসেন, খুলনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. মোঃ আব্দুর রহিম এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ শরিফুল ইসলাম।

খামারিদের পক্ষে বক্তব্য দেন পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন এবং খামারি মোঃ তোফাজ্জেল হোসেন তুষার।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধান অতিথি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এ প্রদর্শনীতে ৪০টি স্টলে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়ালসহ বিভিন্ন প্রাণী, টিকা-ওষুধ-খাদ্য, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, প্রাণিজাত পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি তুলে ধরা হয়।

সকালে জোড়াগেট সিএন্ডবি মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জোড়াগেট পশুর হাটে বিনামূল্যে হাঁস-মুরগির টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *