
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় বিজয় মিছিলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকালে তারা বিজয় মিছিলে ঢাকা যাওয়া পথে হেমায়েতপুর এলাকায় এই দুর্ঘটনার সম্মুখীন হন।
সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বহনকৃত গাড়িটি দুর্ঘটনায় পতিত হলে এতে দলের সিনিয়র নেতারা গুরুতর আহত হন। বিশেষ করে সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সামসুল আলম দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় আহতরা। বর্তমানে সকলে সুস্থ আছেন বলে জানা গেছে।