
|| আব্দুল হামিদ সরকার ||
বিচিত্র পৃথিবীর নানা রঙ তুলির আঁচড়,
বদলে যাচ্ছে পৃথিবীর আসল চেহারা
হিংসা প্রতিহিংসা, জলন্ত বারুদ
সামনে বন্ধুত্বের হাতছানি —–” বন্ধু “
পিছনে নিঃশ্বাস খামছে ধরা শত্রু
বিচিত্র পৃথিবীর বহুমুখী পদচিহ্ন।
বৃথা আস্ফালন আর ধাপ্পাবাজি,
দেশসেবার মায়াময় অভিনয় কান্না
সাধু সেজে গালভরা সংলাপ
খোলস পাল্টিয়ে নকলের গায়ে আসলের সাইনবোর্ড।
খুনি আসামির নির্দোষ খালাস,
গায়ের জোরে বাহবা জন্মায়,
এই তো পৃথিবীর তালাশ।
মেধাশক্তি তলিয়ে গেছে, অর্থের পাহাড়ের গহ্বরে
অশান্তির শিকড় গেড়েছে, শান্তি গেছে নির্বাসনে
সুন্দরবনে আগুন লেগেছে
আলোকে গৃহবন্দী করেছে, অন্ধকার নামের দানব,
বিচিত্র পৃথিবী, বিচিত্র কারুকার্য।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৯ মার্চ, ২০২৫।