
|| গাজীপুর প্রতিনিধি ||
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে আলোচনা সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের বোর্ডবাজার এলাকায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আক্তারুজ্জামান বাবুল, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমান এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী। সভা সঞ্চালনা করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, বিএনপি যদি ৩১ দফা থেকে সরে দাঁড়ায়, তাহলে সর্বপ্রথম তিনিই বিএনপি থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। ২০১৮ সালের নির্বাচনে অবিভক্ত গাজীপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে জনগণের বিপুল ভালোবাসা পেয়েছিলেন তিনি। মাত্র এক ঘণ্টায় দেড় লাখের বেশি ভোট পেলেও পরবর্তীতে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সালাউদ্দিন সরকার আরো বলেন, নবগঠিত গাজীপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক পেলে তিনি জনগণের সমর্থনে ৩১ দফা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও জানান, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের কারণে হাজারো নেতাকর্মী কারাবন্দি হয়েছিলেন, যাদের অনেকের জামিন তিনি নিজে নিশ্চিত করেছেন।
অনুষ্ঠান শেষে সালাউদ্দিন সরকার বোর্ডবাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমান জানান, রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফার আলোকে পরিচালিত এই গণসংযোগ কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। গাজীপুরে সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন সাংবাদিক কোন সংবাদে খারাপ কোন সংবাদ লেখতে পারেন নাই। তিনি ক্লিন ইমেজের নেতা। এজন্য তিনিই গাজীপুর ০৬ আসনে সর্বচ্চ যোগ্য প্রার্থী।