বৃহস্পতিবার, অক্টোবর ৯

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মুদাফা সিটি গেটের সামনে গাসিক ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নেতাকর্মীরা উপস্থিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি ও গাজীপুর- ৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড বিএনপির আহ্বায়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ৩১ দফা হলো একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিলো । মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। ৩১ দফার প্রতিটি বিষয় দেশের মানুষকে মুক্তি দেবে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনীতিকে পুনর্গঠনের অঙ্গীকার কর্মসূচির মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা একমত পোষণ করেন যে, এই ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা পাবে, সুশাসন ফিরবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তারা অঙ্গীকার করেন, আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে টঙ্গীর নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবে।

সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *