বৃহস্পতিবার, অক্টোবর ৯

বালুমহল বাসস্ট্যান্ড টেম্পুস্ট্যান্ড দখলকারীদের জনগণ আর ভোট দেবে না : অধ্যাপক জাহিদুল ইসলাম

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

বালুমহল, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখলকারীদের জনগণ আর ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচ টায় সদর উপজেলার খোকসা বাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই বাসস্ট্যান্ড, বালুমহল, টেম্পুস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গা দখল করে চাঁদাবাজি করছেন, এদেশের জনগণ তাদেরকে আর ভোট দেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তার প্রমাণ। সবচাইতে শিক্ষিত ছেলেরা বুঝতে পেরেছে চাঁদাবাজদের ভোট দিলে আগামী দিনের দেশের অবস্থা স্বৈরাচারের চেয়েও খারাপ অবস্থা হবে। দেশের জনগণ আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফ কায়েম করবে এবং দেশকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি শহিদুল ইসলাম। সদর থানা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত সমাবেশে প্রায় অর্ধ শতাধিক যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব জামায়াতে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *