শনিবার, জুলাই ৫

বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||

বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও সোনাখালী বাজারের ব্যবসায়ী মো: আব্দুর রহমান মল্লিকের মেয়ে রাইছা (১১) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) দুপুর ১২ টা ৪৫ মিনিটে বামনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাজা শেষে নিজ আমতলী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মেয়েটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনি, সহসম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, অ্যাডভোকেট মশিউর রহমান হাসিব প্রমুখ। এছাড়াও তারা মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *