বুধবার, জুলাই ২৩

বামনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পারফরম্যান্স বেইজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- এসইডিপির আওতায় বুধবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।

বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শহীদ ও আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস আলী, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান মৃধা, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জি, অভিভাবক মো. মোশাররফ হোসেন, কৃতি শিক্ষার্থী মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *