
|| আব্দুল হামিদ সরকার ||
বাবা তোমাকে আজো মনে পড়ে
তোমার শারীরিক উচ্চতার চেয়ে
তোমার যোগ্যতা ছিলো ঢের বেশি
ধবধবে ধোলাই করা পাঞ্জাবিতে
হাসিমাখা তোমার মুখখানা।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
তোমার কাঁচা পাকা চুলের ঢেউয়ের
পরতে পরতে ছিলো মানবতার ছোঁয়া।
ঈমানী শক্তিতে ছিলে মহীয়ান
সততা আর আদর্শই ছিলো তোমার পুঁজি।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
ছিলো না তোমার খাটপালন্ক আর অহমিকা
আম্রকাঠের চৌকিতে মোটা কাঁথায় শুয়ে স্বপ্ন
দেখতে আর দেখাতে মোদের। হে বৎসদ্বয়
শিক্ষার আলোয় হও আগুয়ান।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
কাসার থালায় ডাল খেয়ে পান খাওয়া ঠোঁটে
তোমার বলা মনীষীদের জীবন কাহিনী
আর রাক্ষস ও দানবের গল্প আজো কানে বাজে।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
তোমার তিরোধান হয়েছে প্রায় চার যুগ পূর্বে
কিন্তু তোমার আদর্শগুলো এখনো হীরকের মতো জ্বলে।
তুমি ছিলে মানুষ গড়ার কারিগর
শিক্ষার আলো প্রজ্বলনে তোমার ছিলো প্রাণপণ চেষ্টা।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
পাড়া মহল্লায় ছিলো তোমার স্বনাম আর খ্যাতি
তুমি ছিলে না কোন শিল্পপতি কিংবা নেতা
কিন্তু মানব মনে অক্ষর জ্ঞান দানে তুমি ছিলে দৃঢ়চেতা।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
তোমার কেনা ক্রাউন হারিকেনের কথা
আজো চোখে ভাসে, হারিকেনের আলোয় উদ্ভাসিত
হয়ে আমরা হেলেদুলে বর্ণমালা শিখতাম।
আজ তুমি নেই ভবে, জানো বাবা আমরাও
এখন বাবা হয়েছি, কিন্তু তোমার মতো আদর্শবান
বাবা হতে পারিনি হয়তো।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
ঝকঝকে পরিচ্ছন্ন তোমার বিছানাপত্র
আর পূত পবিত্র একটি মন।
প্রত্যহ তাহাজ্জদ নামাজ পড়ে মসজিদে যাওয়ার দৃশ্য
এখনো মনে পড়ে। তোমার কর্মযজ্ঞগুলো চোখে ভাসে।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
নুরানি চেহারা, পরিশালীত নাসিকা
আর হাতের তর্জনী অঙ্গুলি।
যে হাতে তুমি ফাউন্টেন কলমে ইয়ুথ নামের কালিতে
লিখতে চিঠি, দরখাস্ত আর হিসেবি খাতা।
তোমার লেখার বর্ণগুলোর দিকে তাকিয়ে থাকতাম
ঝকঝকে ছাপার মতো তোমার লেখাগুলো কি জীবন্ত
আর কালজয়ী।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
বর্ষার জলে ছিপহাতে ছুটতে মাছের সন্ধানে
দৃশ্যগুলো এখনো শিহরণ জাগায় আমার মনে।
জানো বাবা আজ আমরা মানুষ হয়েছি,
তোমার স্বপ্ন ফলেছে যে শতভাগ
তোমার মতো়ই হয়েছি মানুষ গড়ার কারিগর।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
ক্যালেন্ডারের পাতায় যতোবারই দেখি
শোকাবহ অক্টোবর, আখি বেয়ে জল ছোটে ঝরঝর,
এদিনেই তো তুমি হয়েছিলে তিরোধান
তুমি নেই আজ গাহি তোমার কর্মযজ্ঞের গান।
বাবা তোমাকে আজো মনে পড়ে,
পরপারে ভালো থেকো বাবা, ভালো থেকো
তোমার চেহারা কেন জানি আবছা আবছা লাগে
স্বপ্নে তোমায় দেখবো বলে আশান্বিত থাকি মনে,
আজো পাইনি তোমার দর্শন তাই ব্যথা সর্বক্ষণে।
দেয়ালে সাটা তোমার ছবি দেখি বারবার,
বাবা তোমাকে আজো মনে পড়ে।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ১১ ফেব্রুয়ারি, ২০২৫।