শুক্রবার, জানুয়ারি ২৩

বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সংগঠনের খুলনা জেলা শাখার সমন্বয়কারী ও জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।

বাপার ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের পর ১১ জানুয়ারির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাপা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাপার সহ-সভাপতি ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. নজরুল ইসলাম।

সভায় অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশকর্মী, শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, খুশি কবির, স্থপতি ইকবাল হাবিব, ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ড. মাহবুব হোসেন, রুহিন হোসেন প্রিন্স, এস এম মিজানুর রহমান (বড়াল রক্ষা আন্দোলন), ফরিদুল ইসলাম ফরিদ (তিস্তা রক্ষা আন্দোলন), হিরক সরদার, গাউস পিয়ারী, করিম উল্লাহ কলিম, অ্যাডভোকেট পারভিন আক্তারসহ দেশের বিভিন্ন পরিবেশ ও নাগরিক আন্দোলনের পরিচিত মুখ।

এদিকে বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় খুলনায় অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। চ্যানেল এস৭ পরিবার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের উদ্যোগে আয়োজিত এই অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল এস৭-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময়-এর সম্পাদক ও প্রকাশক শেখ শাহীন এবং চ্যানেল এস৭-এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক খুলনার সমাচার-এর সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন চ্যানেল এস৭-এর এডমিন ও খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক তানভীর তপন, চ্যানেল এস৭-এর বিশেষ প্রতিনিধি আক্তার হোসেন বাবলু, কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া সাংবাদিক এম. সাইফুল ইসলাম, ভোরের আকাশ-এর খুলনা প্রতিনিধি মো. জাফর ইকবালসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার ও জনস্বার্থে আইনগত সহায়তা দিয়ে আসছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল পরিবেশকর্মীর অন্তর্ভুক্তিতে বাপার কেন্দ্রীয় নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা গ্রহণকালে অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্দোলনে তিনি আগের মতোই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চান।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *