
|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
সমাজসেবা ও দাওয়াতি চেতনায় বিশ্বাসী একটি মানবিক সংগঠন “আত-তাওহীদ অর্গানাইজেশন” বানারীপাড়ায় তাদের অফিস কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বন্দরের ঈদগাহ ময়দানসংলগ্ন স্থানে সম্প্রতি এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ২৬ জুন, বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে আয়োজিত এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও শিক্ষাগত অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ছিল উৎসবমুখর পরিবেশ ও আন্তরিক স্বাগত সংবর্ধনা।
প্রারম্ভে কুরআন তিলাওয়াত করেন ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি হাফেজ মো. মেহেদী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক রুহুল আমীন। বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর আমির কাওসার হোসাইন বলেন, “সমাজসেবা কেবল আবেগ নয়, এটি একটি গঠনমূলক কর্মযজ্ঞ। একজন সমাজকর্মী দায়িত্বশীলতা ও রাষ্ট্রীয় নীতির কাঠামোতে কাজ করে। আমাদের দরকার এমন দক্ষ ও নীতিনিষ্ঠ সমাজকর্মী, যারা দেশের কল্যাণে কাজ করবে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত।”
বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম বলেন, “এই সময়ে যখন সাহায্য-সহযোগিতাও যেন এক ধরনের প্রদর্শনীর অংশ হয়ে উঠেছে, তখন আত-তাওহীদ অর্গানাইজেশন বিনা প্রচারে মানুষের পাশে দাঁড়ানোয় সত্যিই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।”
স্থানীয় মাদরাসার শিক্ষক আরিফুল ইসলাম বলেন, “রাজনৈতিক বিভাজন আর মতবাদের জটিলতায় সমাজের অনেক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। অথচ আত-তাওহীদ অর্গানাইজেশন নির্লোভভাবে কাজ করে যাচ্ছে নীরবে, যা সত্যিকার অর্থেই অনুপ্রেরণাদায়ক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, শিক্ষক আলাউদ্দিন আহমেদ, সমাজসেবক কাইয়ুম বিল্লাহ মিঠু, ছাত্রনেতা সাব্বির হোসেন, উপদেষ্টা ফেরদৌস আহমেদ রনি, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেনসহ আরও অনেকে। সকলে সংগঠনের অগ্রগতির জন্য সহযোগিতার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি সোলায়মান খান বলেন, “আমাদের লক্ষ্য কেবল সহানুভূতি নয়—নিরব সাধনায় সমাজের পরিবর্তন, দ্বীনি দাওয়াত, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠান শেষে এলাকাবাসী সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ করে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সমাজকল্যাণে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।