
|| আছিবুল ইসলাম |বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
বানারীপাড়া উপজেলায় “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট একশন (গেটকা)” প্রকল্পের উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় এ সভার আয়োজন করে এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও লোকমোর্চা কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসাইন। সভা পরিচালনা করেন কাওসার হোসেন। তিনি বলেন, “বানারীপাড়ায় এনএসএসকে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”
সভায় বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন জনাব আবুল কালাম আজাদ। তিনি এনএসএসকে সহযোগিতার আশ্বাস দিয়ে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন এনজিও সমন্বয়কারী এস. মিজানুল ইসলাম, সাংবাদিক ইলিয়াস শেখ, এনটিভির সাংবাদিক হাসান আহম্মদ সোহাগ, শিক্ষক প্রতিনিধি, যুব প্রতিনিধি, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে ২৫ সদস্যের উপজেলা লোকমোর্চা কমিটি গঠন করা হয়।কমিটির প্রধান পদগুলো হলো:
চেয়ারপারসন: মোঃ আবুল কালাম আজাদ (শিক্ষক ও পরিচালক, বানারীপাড়া ইয়াতিমখানা)
সহ-সভাপতি: ১) জেসমিন আক্তার (সমাজসেবক), ২) ইলিয়াস শেখ (সাংবাদিক, দৈনিক ইনকিলাব)
সাধারণ সম্পাদক: কাওসার হোসেন (সমাজসেবক)
যুগ্ম সাধারণ সম্পাদক: হাসান আহম্মদ সোহাগ (সাংবাদিক, এনটিভি)
কার্যনির্বাহী সদস্য: মোঃ হাফিজ আহমেদ, এস. মিজানুল ইসলাম, মোঃ আবিদ হোসেন, মোসাঃ সুমাইয়া আক্তার সুরমা ও আরও ১৬ জন সদস্য।
উপজেলায় জলবায়ু ও লিঙ্গ সমতা বিষয়ক এই প্রকল্প নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
সভা শেষে উপস্থিত অনেকেই আশা প্রকাশ করেন, গেটকা প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য হ্রাসে কার্যকর উদ্যোগ নেওয়া যাবে। স্থানীয়রা মনে করেন, সঠিক বাস্তবায়ন ও স্বচ্ছ কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে এই প্রকল্প ঘিরে মানুষের প্রত্যাশা বাড়ছে, বিশেষ করে নারী, তরুণ ও পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে।