উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা এফ এম আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
এই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের জ্যেষ্ঠ পুত্র রাজীব কুমার রায় ঘোড়া প্রতীক নিয়ে পান ২০ হাজার ৮১৪ ভোট।
এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদ মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন লিটন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮০৭। মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন দিলারা জামান। তার প্রাপ্ত ভোট ২৬ হাজার ৩৭৯।
সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন।