
|| মো. নুরুল হুদা ||
বাংলা আমার মাতৃভাষা
শুধু বাংলা নয়,
আরো ভাষা জানতে হবে
বিশ্ব করতে জয়।
দেশে দেশে নানান কথা
প্রাণ জুড়িয়ে কয়,
তাদের ভাষা আমার কাছে
মিষ্টি-মধুর নয়।
ইংল্যান্ডের ইংরেজি ভাষা
মধ্যপ্রাচ্যে আররী,
চেষ্টা করলে তোরাও সবে
জয়ী হতে পারবি।
আজকে যাহা কঠিন লাগে
কাল রবে না আর,
মাতৃভাষা প্রাণের ভাষা
যোগায় পরিবার।
মনের ভাষা সবারই এক
উচ্চারণে ভিন্ন,
কথ্য-লিখ্য সবই আলাদা
পরস্পর অনন্য।
বাংলা ভাষায়
বলি কথা লিখি লেখা
মনে পাই আনন্দ,
ভাষার জন্য কেড়ে নিল প্রাণ
একুশে ফেব্রুয়ারি হল অম্লান
আন্তর্জাতিক স্বীকৃতি পেল বায়ান্ন।
লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৫।