
|| স্পোর্টস ডেস্ক ||
এবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এর আগে ওয়ানডে সিরিজেও এমন সমীকরণ তৈরি হয়েছিল।
ওয়ানডে সিরিজে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।
একই ভেন্যুতে দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। পাল্লেকেলেতে শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজ হেরে যান টাইগাররা। তিন ম্যাচ টি-২০ সিরিজেও একই সমীকরণ।
পাল্লেকেলেতে ব্যাটিং ব্যর্থতায় হেরে পিছিয়ে পড়ে সিরিজে।
ডাম্বুলায় দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে সমতা আনে লিটন বাহিনী। বাংলাদেশ সময় আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর পরিচিত প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুই দল একটি করে জেতায় অলিখিত ফাইনালে পরিণত হয়েছে ম্যাচটি।
সিরিজ নির্ধারণী ম্যাচটি দিয়ে শেষ হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। ক্রিকেটপ্রেমীরা দেখার অপেক্ষায়, এবার কে হাসবে শেষ হাসি!!