বৃহস্পতিবার, অক্টোবর ১৬

বাংলাদেশ পিপলস পার্টির নতুন মহাসচিব মোঃ নুরুল হুদা

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ নুরুল হুদা। আজ বুধবার (১৫ অক্টোবর) দলটির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, সংগঠনের গঠনতন্ত্রের ৪৬ ধারা (ক) ক্ষমতা বলে সংগঠনের বৃহত্তর স্বার্থে দলের “মহাসচিব” ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন -কে (চাকুরিজনিত কারণে সংগঠনকে সময় দিতে না পারায়) মহাসচিব পদ থেকে অব্যাহতি প্রদান করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মেধাবী ছাত্রনেতা জনাব মোঃ নুরুল হুদাকে “মহাসচিব ” হিসেবে পদায়ন করে দায়িত্ব প্রদান করা হলো। আজকে থেকেই স্বীয় পদে দায়িত্ব পালন করার জন্য কার্যকর করা হলো।

জনাব মোঃ নুরুল হুদা ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিটিআইএস (অনার্স), এমটিআইএস (মাস্টার্স) ও এমফিল ডিগ্রী প্রাপ্ত এবং একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত। এছাড়াও তিনি একজন মানবাধিকারকর্মী।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জনাব মোঃ নুরুল হুদা আপনি আপনার মেধা, সততা, দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরো গতিশীল করবেন।
আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *