শুক্রবার, ডিসেম্বর ৫

বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা’র (বিএনএসএস) বিজয় দিবস উদযাপন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||

‘বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা’ ২০১১ সাল থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শুদ্ধ ‘বাণী ও সুর’ সকল শ্রেণির মানুষ তথা দেশের বিভিন্ন জেলার প্রত‍্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংস্থাটি প্রতি মাসে ‘শ্রোতার আসর’ আয়োজন করে আসছে। ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ‘চতুর্থ শ্রোতার আসর’ অনুষ্ঠান সাজানো হয়েছিলো একটু ভিন্ন আঙ্গিকে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী সর্বজন শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিলের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শুদ্ধ বাণী ও সুরে সমবেত পরিবেশনা “একি অপরূপ রূপে মা তোমার”। তারপর নজরুল সংগীতসংস্থার শিল্পী বৃন্দের কণ্ঠে একক পরিবেশনায় বিভিন্ন ধারার দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে ‘বাঁশরী মিলনায়তন’।

হল ভর্তি দর্শকদের সুরে সুরে মোহিত করে রেখেছিলেন যাঁরা- শহীদ খান, গুলজার হোসেন উজ্জ্বল, দিদারুল করিম, আফসানা রুনা, মৃদুলা সমাদ্দার, তাপসী রায়, ঐশিকা নদী, তৌকির আহমেদ, মাজলিনা রহমান, জয়তী অর্পা, অর্পিতা দেবনাথ, মৌমিতা হক সেঁজুতি প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ‘বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র’ এবং মিডিয়া পার্টনার এনিগমা টিভি ও দোয়েল ওটিটি প্লাটফর্ম।

স্বর্ণা নাগের প্রাণবন্ত সঞ্চালনায় উপস্থিত সকলেই অনবদ্য একটি অনুষ্ঠান উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *