শুক্রবার, জানুয়ারি ২৩

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

|| স্পোর্টস ডেস্ক ||

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলে দেশটিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে করা একটি জনস্বার্থ মামলা (পিআইএল) খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) আদালত স্পষ্ট জানিয়ে দেন যে, পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে সরকারের নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত, এখানে বিচার বিভাগের হস্তক্ষেপের সুযোগ নেই।

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর অবস্থান নেন। ভারতের এক আইনশিক্ষার্থীর করা এই আবেদনের প্রেক্ষিতে আদালত বলেন, ভারতের বিচারিক সীমার বাইরে কোনো বিদেশি দেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে কোনো রিট বিদেশি সরকার বা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার ওপর প্রয়োগ করা সম্ভব নয়।

শুনানিকালে আদালত আরও উল্লেখ করেন যে, আবেদনকারী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও নির্দেশনা চেয়েছিলেন। কিন্তু এসব প্রতিষ্ঠানের ওপর ভারতীয় আদালতের কোনো আইনি এখতিয়ার নেই। প্রধান বিচারপতি আবেদনকারীকে সতর্ক করে বলেন, কোনো আইনি ভিত্তি ছাড়া কেবল ব্যক্তিগত ধারণা বা কল্পনার ওপর ভিত্তি করে এ ধরনের মামলা করা বিচারিক সময়ের অপচয় এবং পিআইএল এখতিয়ারের অপব্যবহার।

শুনানিতে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিসিসিআই-এর (BCCI) পক্ষে উপস্থিত ছিলেন। আদালত আবেদনকারীর সেই যুক্তিও খারিজ করে দেন, যেখানে তিনি পাকিস্তানের একটি আদালতের রায়ের উদাহরণ টানার চেষ্টা করেছিলেন। বেঞ্চ মন্তব্য করেন, ভারতীয় সাংবিধানিক আদালত অন্য কোনো দেশের বিচারব্যবস্থা অন্ধভাবে অনুসরণ করে না।

আদালতের ধারাবাহিক আপত্তির মুখে এবং বড় ধরনের জরিমানার আশঙ্কায় আবেদনকারী শেষ পর্যন্ত মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। আদালত আবেদনটি প্রত্যাহারের অনুমতি দিয়ে ওই শিক্ষার্থীকে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন মামলা না করে গঠনমূলক কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *