
|| মো. নুরুল হুদা ||
রবের কাছে বলে দিব
তোমরা জুলুমবাজ,
অন্যায়-জুলুম টিকে থাকবে
লাগবেই মাথায় তাজ!
মানব জাতি যান বাঁচাতে
করছে ছুটাছুটি,
চল-চাতুরীতে ধরে নিচ্ছ
অসহায়ের টুটি!
বন্ধু সেজে কাছে আস
বলছ মিষ্টি-মধুর কথা,
সুযোগ বুঝে মার কোপ
প্রাণে লাগে ব্যথা!
আইলানের লাস ভেসে উঠল
কাঁদল মানব জাতি,
মানবতার কথা বলে
হতে চাও সাথী!
সকাল-বিকাল অস্ত্র বানাও
নেই আপন লাজ,
মানুষ মেরে প্রাসাদ গড়
সাজ মহারাজ!
পরের ধনে লোভ তোমার
কর আনাগোনা,
চল-চাতুরী আঁট মনে
হাসিল করতে সোনা!
রব দেখেন সবকিছু
বেশি বেড়ো না,
মৃত্যু একদিন ঢেসে ধরবে
ছাড় পাবে না!
সময় থাকতে হুঁশিয়ার হও
রব তিনিই দয়াবান,
তাঁর খুশিতে জীবন গড়
উঁচু হবে শান!
লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল : ১০ ফেব্রুয়ারি, ২০২৫।