
|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী -বামনা- পাথরঘাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
আজ সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা দলীয় ঐক্য রক্ষা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতি শুরু করে মাঠ পর্যায়ে গণসংযোগ জোরদার করেছেন।
নেতাকর্মীদের প্রত্যাশা, অভিজ্ঞ ও জনপ্রিয় এই নেতার নেতৃত্বে বরগুনা-২ আসনে বিএনপি আগের মতোই শক্ত অবস্থান ফিরে পাবে।
