শনিবার, অক্টোবর ১১

বন্যার্তদের সহায়তায় কানের দুল উৎসর্গ করলেন যবিপ্রবি শিক্ষার্থী

ভয়াবহ বন্যার কবলে পড়ে ১১ জেলার মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তাদের সাহায্যে এগিয়ে এসেছেন সারা দেশের মানুষ। যে যেভাবে পারছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার বন্যার্তদের জন্য নিজের স্বর্ণের কানের দুল উৎসর্গ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের টিম ‘উন্নত মম শির’র অনুকূলে এ দুল বিক্রির টাকা জমা দেবেন তাঁর এক বান্ধবী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। তার এ ধরনের উদ্যোগের জন্য তিনি প্রশংসায় ভাসছেন।

শেখ সাদী ভুঁইয়া নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লিখেছেন, যবিপ্রবির মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তাঁর কানের দুল বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য উন্নত মম শির’র ফান্ডে দিয়েছেন। শিক্ষাজীবনের এ পর্যায়ে স্বর্ণের কানের দুল একজন নারীর জন্য অনেক স্বপ্ন, আবেগ ও ভালবাসার। কিন্তু নিজের স্বপ্ন ও আবেগকে ত্যাগ করে দেশের মানুষের জন্য সবচেয়ে প্রিয় দামি সম্পদটুকু দান করেছেন বোনটি।

তিনি বলেন, ‘লেখার ভাষা দীর্ঘ করতে চাই না। হ্যাঁ! এমন বাংলাদেশই চেয়েছিলাম। এমন জাগ্রত বাংলাদের দেখতে চেয়েছিলাম। সত্যিই আজ আমরা গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *