বৃহস্পতিবার, নভেম্বর ২১

বন্যার্তদের মাঝে এইউবি’র উপহার সামগ্রী বিতরণ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লা ও ফেনীতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ পানি সংকট। এ অবস্থায় বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে এইউবি পরিবার। বন্যাদুর্গত ৫০০ পরিবারের প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, খেজুর, মুড়ি ঔষধ সামগ্রী হিসেবে প্যারাসিটামল ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নাপা সিরাপ ও স্যালাইন প্রদান করা হয়। এছাড়া প্রতিটি পরিবারকে শিশু খাদ্য হিসেবে গুড়ো দুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে মোমবাতি, লাইটার ও সাবান এবং পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।

Asian University, tran, flood

সমন্বিত কার্যক্রমে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ এনামুল হক আজাদ, এইউবি (ছাত্র-কল্যাণ) উপদেষ্টা ও সহকারি অধ্যাপক মো: মিজানুর রহমান ভূঁইয়া, জনসংযোগ বিভাগের উপ পরিচালক বদিউর রহমান সোহেল, প্রভাষক মো: রাশেদুল আলম, আরিফুল ইসলাম, পরিবহন কর্মকর্তা হিমেল মাহমুদ। ভলান্টিয়ার হিসেবে এইউবি’র বিভিন্ন বিভাগের প্রায় ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও প্রশাসনের স্থানীয় কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপহার সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।

উল্লেখ্য, এর আগের দিন ৩৫ জনের একটি ভলান্টিয়ার টীম এইউবি’র বাসে আশুলিয়া ক্যাম্পাস থেকে কুমিল্লা ও ফেনী পৌছে সেখান থেকে নৌকাযোগে বন্যা দূর্গত এলাকায় উপহার সামগ্রী বিতরণ করে। এ সময় বন্যা আক্রান্ত মানুষেরা উপহার সামগ্রী পেয়ে এইউবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও মন থেকে দোয়া করে, স্থানীয়রা এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধি দলকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পরে।

Asian University, tran, flood, feni

পরবর্তীতে এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম এইউবি পরিবারের পক্ষ থেকে সফলভাবে উপহার সামগ্রী বন্যার্তদের দোড় গোড়ায় পৌছে দেয়ায় ভলান্টিয়ার টীমকে বিশেষ ধন্যবাদ জানান। এছাড়াও এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক দেশবাসীকে অনুরোধ করেন বন্যা দূর্গত মানুষের পাশে দাড়াতে এবং ছাত্র ছাত্রীদের বলেন সকল ভালো কাজে তারা যেন সবার আগে এগিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *