বৃহস্পতিবার, নভেম্বর ২১

বন্যার্তদের পাশে দাঁড়ালেন ডিপজল

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বরাবরই দেশের দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। করোনাকালে অসহায় মানুষের পাশে তিনি অকাতরে দাঁড়িয়েছিলেন। চাল, ডাল, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্যাকেট করে ট্রাকে নিয়ে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সবসময় বন্যার্তদের পাশেও দাঁড়িয়েছেন। ২০২২ সালে সিলেটের সুনামগঞ্জে ভয়াবহ বন্যার সময় দশ ট্রাক পণ্য দুর্গত এলাকায় পাঠিয়েছেন।

এবার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ফায়ার সার্ভিসসহ সব শ্রেণিপেশার মানুষ বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে।

মনোয়ার হোসেন ডিপজলও বরাবরের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কুমিল্লা ও ফেনীতে ট্রাকে করে তার টিম ত্রাণ বিতরণ করেছে। নৌকায় করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে। ত্রাণের মধ্যে রয়েছে, চিড়া, গুড়, বিশুদ্ধ পানি, বিস্কুট, স্যালাইন, লাইটার, মোমবাতি, লুঙ্গি, শাড়িসহ প্রয়োজনীয় পণ্য। ডিপজলের এই ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন তার সহকারী ফয়সাল।

তিনি গণমাধ্যমকে বলেন, ডিপজল সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন, পুরো ত্রাণ কার্যক্রম পরিচালনার। আমরা তার নির্দেশ মতো দিনরাত পরিশ্রম করে পণ্য প্যাকেট করে ট্রাকে বন্যার্তদের কাছে পৌঁছে দিচ্ছি। তিনি আমাদের বলেছেন, যতদিন প্রয়োজন, ততদিন বন্যার্তদের পাশে থাকবেন। বলার অপেক্ষা রাখে না, মনোয়ার হোসেন ডিপজল যে কোনো দুর্যোগে এবং সাধারণ মানুষের সমস্যায় সবসময়ই পাশে দাঁড়ান। প্রতি বছর বিশ্ব ইজতেমার সময় তিনি শত শত বাস বিনাভাড়ায় মুসল্লিদের যাতায়াতের ব্যবস্থা করেন। সারাবছরই চলচ্চিত্রে বেকার শিল্পী ও কলাকুশলীদের নানাভাবে সহযোগিতা করেন। ফলে চলচ্চিত্রে তিনি দুঃসময়ের বন্ধু হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *