
|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
বদলগাছীর মাটি, মানুষ আর শিক্ষাক্ষেত্রের প্রতি যে মানুষটি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন, তিনি সকলের সম্মানিত শিক্ষক (অব:) মোঃ জলিলুর রহমান (জলিল স্যার) – বদলগাছী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এক কিংবদন্তি নাম। চার দশকেরও অধিক সময় ধরে তিনি যেভাবে নিবেদিতভাবে শিক্ষকতা করেছেন, তা আজও আমাদের মতো অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীর হৃদয়ে গভীরভাবে অঙ্কিত।
জানামতে, বদলগাছী উপজেলার প্রায় প্রত্যেক মানুষই তাকে চেনেন, সম্মান করেন এবং ভালোবাসেন। শুধু একজন শিক্ষক নয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, মাঠের খেলাকে যেমন তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, তেমনি শিক্ষার্থীদের চরিত্রগঠনে খেলাধুলার গুরুত্বও তিনি তুলে ধরেছেন সারা জীবন।
এই মহান ব্যক্তি ৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকার সময় হাজারো শিক্ষার্থীকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার দেশে। ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।
রববার সকাল ১১ টায় নামাজে জানাজা শেষে হযরত পীর শাহাবুদ্দিনের মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
